পশু যবাহ্ করার নিয়ম

প্রশ্ন

   পশু যবেহের পুরো পদ্ধতিটা জানতে চাই,বিশেষ করে জবেহকৃত পশুর কানটা দেহের দিকে থাকবে নাকি মাথার দিকে ?

প্রশ্নকারীর নাম: মাওঃআবদুল্লাহ সরদার

প্রশ্নকারীর ঠিকানা: ইমাম তিলপী হালদার পাড়া মসজিদ

প্রকাশিত: 23-04-2024

উত্তর

ফতওয়া নং ৩৬৬

    যবাহ্ করার নিয়ম এই যে, জানোয়ারের মুখ কেবলা মুখি করে কেবলার দিকে  ফিরে  সুতীক্ষ্ণ ছুরি দ্বারা "বিসমিল্লাহি আল্লাহু আকবর" বলে গলা কাটতে হবে। গলায় চারটি রগ আছে। একটি রগ শ্বাস-প্রশ্বাসের, একটি পানাহারের এবং দুইটি পাশের মোটা রগ, মোট এই চারিটি রগ কাটতে হবে। যদি ঘটনাক্রমে চারিটি রগ না কাটে তিনটি কাটে, তবুও জানোয়ার হালাল হবে, কিন্তু যদি তিনটির কম কাটে, তবে পশুটি মৃত গণ্য হয়ে হারাম হয়ে যাবে। কান যে অংশে রাখলে উপরোক্ত শিরাগুলি কাটতে অসুবিধা না হয় সেই অংশে রাখবে। (জাদীদ মুয়ামালাত কে শরঈ আহকাম ৩/৯৩)

 

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৩ শে শাওয়াল, ১৪৪৫ হিজরী (03/05/2024)


উত্তর দেখা হয়েছে : 436