সাড়ে সাত ভরির কম সোনার সাথে কত টাকা থাকলে যাকাত আবশ্যক হবে

প্রশ্ন

 যদি কারো কাছে শুধুমাত্র সোনা থাকে ( সাড়ে সাত তোলার কম) তাহলে ন্যূনতম কত টাকা থাকলে তার উপরে যাকাত ফরজ হবে ?

প্রশ্নকারীর নাম: অনিচ্ছুক

প্রশ্নকারীর ঠিকানা: অনিচ্ছুক

প্রকাশিত: 28-04-2024

উত্তর

ফতওয়া নং ৩৬৯

  উক্ত সোনার সাথে যত টাকা যোগ করলে, সাড়ে বায়ান্ন ভরি (অর্থাৎ ৬১২ গ্রাম ৩৫ মিলিগ্রাম)  রূপোর মূল্য হবে তত টাকা থাকলে বৎসর অতিবাহিত হওয়ার শর্তে যাকাত আবশ্যক হবে। (তাসহীলে বেহেশতী যেওর ১/৩৯৪)

 

                স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০১ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (10/05/2024)


উত্তর দেখা হয়েছে : 183