প্রশ্ন
স্বামীর ইমামতিতে স্ত্রী নামাজ পড়তে পারবে বা বাচ্চাদেরকে পিছনে রেখে স্ত্রীকে রেখে স্বামী ইমামতি করতে পারবে ?
প্রশ্নকারীর নাম: মোহাম্মদ আরিফুল হক
প্রশ্নকারীর ঠিকানা: আমডাঙ্গা গজবন্দ
প্রকাশিত: 30-04-2024
উত্তর
ফতওয়া নং ৩৮৯স্বামীর ইমামতীতে স্ত্রী ও সন্তানদের নামায শুদ্ধ হবে। এক্ষেত্রে স্ত্রী ও মেয়েদেরকে ছেলেদের পিছনে দাঁড় করাতে হবে এবং মহিলাদের ইমামতির নিয়্যাতও করতে হবে। তবে মহিলাদেরকে ইমামতি করার ক্ষেত্র সাধারণত হয়না। কারণ, পুরুষদের কর্তব্য হলো, ফরয নামায মাসজিদের জামাআতের সঙ্গে আদায় করা; উপযুক্ত কারণ ব্যতীত বাড়িতে পড়া অন্যায়। আর মহিলাদের নিয়ম বাড়িতে নামায পড়া। (কিতাবুল মাসাইল ১/২৮৯,জামিউল ফাতাওয়া ৫/২৬৮)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)
উত্তর দেখা হয়েছে : 112