ফসলের যাকাত ফসল দ্বারা জরূরী নয়

প্রশ্ন

   فِيْمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُوْنُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ، وَمَا سُقِىَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ- ফসলের যাকাত কি ফসল দিয়েই আদায় করতে হবে ? আর যারা চাষ করছে তাদের প্রত্যেকের উপর কি যাকাত ওয়াজিব,বিস্তারিত জানাবেন!

প্রশ্নকারীর নাম: মাওঃআবদুল্লাহ সরদার

প্রশ্নকারীর ঠিকানা: ইমাম তিলপী হালদার পাড়া মসজিদ

প্রকাশিত: 04-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৭২

    ফসলের যাকাত ফসল দ্বারা আদায় করা যরূরী নয়, টাকা দ্বারাও আদায় করা যায়। (জাওয়াহিরুল ফিক্বহ্ ৩/২৫৩) 
জমি উশরী হয় তবেই সেই জমির ফসলে উশর ওয়াজিব। যদি উশরী না হয় বরং খারাজী হয়, তাহলে উশর ওয়াজিব নয়।
উল্লেখ্য, যে সমস্ত জমি বর্তমানে মুসলমানদের মালিকানায় আছে এবং কোনো মুসলমানের হাত থেকে তাদের কাছে উত্তরাধিকার বা ক্রয়সূত্রে এসেছে তা উশরী জমি হিসেবে গণ্য হবে। আর যে জমিগুলো অমুসলিমদের মালিকানায় আছে বা তাদের মালিকানা থেকে মুসলমানদের মালিকানাধীন হয়েছে তা খারাজী জমি হিসেবে গণ্য হবে। অনুরুপভাবে যে সমস্ত জমি বর্তমানে মুসলমানদের হাতে আছে কিন্তু পূর্বে মুসলিম বা অমুসলিম কার হাতে ছিলো তা নিশ্চিতভাবে জানা না থাকে তবে পূর্বে মুসলমানদের হাতে ছিল মনে করা হবে এবং ঐ ধরণের জমিও উশরী জমি হিসেবে গণ্য হবে।(জাদীদ ফিকহী মাসাইল ৮/১২০ পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

 

           স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৭ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (16/05/2024)


উত্তর দেখা হয়েছে : 110