প্রশ্ন
হযরত আমার জানার বিষয় বাড়িতে দুই ভাই ও স্ত্রী আছে বাড়ির গার্জেন আব্বা, তো স্ত্রীদের সোনা রুপোর আছে তো কার ওপর কুরবানী ওয়াজিব হবে,,, সবাই এক সংসারে থাকে।
প্রশ্নকারীর নাম: শেখ শাহাবুল হাসান
প্রশ্নকারীর ঠিকানা: কামারহাটি, পূর্ব বর্ধমান
প্রকাশিত: 09-05-2024
উত্তর
ফতওয়া নং ৩৭১যে ব্যক্তি কোরবানীর দিনগুলোতে নিত্যপ্রয়োজনীয় বস্তু ও ঋণ ব্যতীত কমপক্ষে সাড়ে ৫২ তোলা (অর্থাৎ ৬১২ গ্রাম ৩৫ মিলিগ্রাম) রুপা বা তার সমমূল্য নগদ টাকা বা মালের মালিক হবে তার ওপর কোরবানী করা ওয়াজিব হবে। যার মাল শুধু তার উপরেই কুরবানী ওয়াজিব হবে। অতএব সোনা-রূপো, টাকা-পয়সা ইত্যাদি মিলে উপরোক্ত নিসাব পরিমাণ মাল যদি শুধু স্ত্রীর মালিকানাধীন থাকে তাহলে শুধু স্ত্রীর উপরই কুরবানী ওয়াজিব হবে। স্ত্রীর মালের কারণে স্বামী বা অন্য কারোর উপর কুরবানী ওয়াজিব হবে না। (ফিক্বহী মাক্বালাত ৩/১৬৩)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৭ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (16/05/2024)
উত্তর দেখা হয়েছে : 212