কবর খনন করার পদ্ধতি

প্রশ্ন

 কবর খননের সঠিক পদ্ধতি জানাবেন , বর্তমান প্রচারিত বাক্স কবর খোলা হয় , শরীয়ত সম্মত কি ?

প্রশ্নকারীর নাম: Momin Ali Sardar

প্রশ্নকারীর ঠিকানা: Tilpi Haldar Para Masjid

প্রকাশিত: 09-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৮৮

   কবর দুই পদ্ধতিতে খনন করা যায়। তার মধ্যে প্রথমটি হলো, 'লাহাদ' আর দ্বিতীয়টি হলো 'শাক্ক'। লাহাদ খবর খনন করার পদ্ধতি হলো, মানুষের সমপরিমাণ অথবা সিনা পরিমাণ কিংবা অর্ধেক পরিমাণ মাটি নিচের দিকে খনন করে পশ্চিম পার্শ্বে একটি গর্ত খনন করবে। ওই গর্তে মুর্দাকে শুইয়ে বাঁশ অথবা গাছ দিয়ে গর্ত ঢেকে মাটি দিয়ে দেবে।

আর শাক্ক/সিন্দুক কবর খনন করার পদ্ধতি হলো, মানুষ সমপরিমাণ অথবা সিনা

পরিমাণ অথবা অর্ধেক পরিমাণ মাটি খনন করার সময় মধ্যখানে মুর্দাকে রাখার জন্য মাঝের অংশে গভীর করে একটি স্থান তৈরি করবে। ওই স্থানে মুর্দাকে শুইয়ে বাঁশ অথবা গাছ দিয়ে ঢেকে মাটি দিয়ে দেবে। মুর্দা রাখার স্থান এ পরিমাণ গভীর হওয়া প্রয়োজন, যে পরিমাণ জায়গাতে মুর্দাকে শুইয়ে ওপরে বাঁশ অথবা গাছ দিলে মুর্দার শরীরে লাগবে না। মুর্দাকে প্রশ্নোত্তরের সময় বসানোর জায়গা পরিমাণ রাখার কোনো প্রয়োজন নেই। কারণ মুর্দাকে আলমে বরজখের মধ্যে বসানো হবে। মুর্দাকে বসানোর জায়গা রাখার যে কথা শোনা যায়, তা ঠিক নয়। যে স্থানে মাইয়্যেতকে দাফন করা হবে সে স্থানের মাটি শক্ত ও মজবুত হলে সেখানে লাহাদ্ (বগলী কবর) খনন করা উত্তম, পক্ষান্তরে ঐ স্থানের মাটি নরম হওয়ার দরুন বগলী কবর ডেবে যাওয়ার আশংকা হলে সিন্দুক কবর খনন করা চাই। (আহকামে মাইয়্যেত পৃ.৮৩) আমাদের দেশের মাটি নরম হওয়ার দরুন বগলী কবর খনন করা ঝুঁকিপূর্ণ, তাই সাধারণত সিন্দুক কবর খনন করা হয়।

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)


উত্তর দেখা হয়েছে : 182