আকিকা করা কি এবং কোন দিনে করা ভালো

প্রশ্ন

হযরত, আকিকা করা সুন্নত নাকি মুস্তাহাব ? আকিকা কত দিনের মধ্যে করা ভালো ?

প্রশ্নকারীর নাম: অনিচ্ছুক

প্রশ্নকারীর ঠিকানা: অনিচ্ছুক

প্রকাশিত: 11-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৭৪

  জন্মের সপ্তম দিবসে আক্বীক্বা করা মুস্তাহাব; যদি সপ্তম দিবসে না করতে পারে, তবে যখনই করুক না কেন, যে বারে সন্তান ভুমিষ্ট হয়েছে তার আগের দিন করবে। যেমন, শুক্রবার সন্তান হয়ে থাকলে বৃহস্পতিবার সপ্তম দিবস পড়বে। বৃহস্পতিবারে জন্মিলে বুধবারে আকীক্কা করবে। ( কিতাবুল মাসাইল ২/৩৩৮)

 

 

                স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫  যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (24/05/2024)


উত্তর দেখা হয়েছে : 288