প্রশ্ন
খতম তারাবীহ নামায পড়িয়ে টাকা নেওয়া যাবে ?
প্রশ্নকারীর নাম: মোহাম্মদ মুনিম খান
প্রশ্নকারীর ঠিকানা: নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর
প্রকাশিত: 11-05-2024
উত্তর
ফতওয়া নং ৩৭৫অর্থের বিনিময়ে খতম তারাবীহ পড়ানো শরীয়ত সম্মত নয়। (ইমদাদুল আহকাম (৩/৫৩৪, ফাতাওয়া উসমানী ১/৪৬১)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (24/05/2024)
উত্তর দেখা হয়েছে : 192