কুকুর পোষার বিধান

প্রশ্ন

 শরীয়তের দৃষ্টিতে বাড়িতে কুকুর পালা কি বৈধ? দলিলের সাথে বিস্তারিত জানতে চাই।

প্রশ্নকারীর নাম: Abu Sayed Laskar

প্রশ্নকারীর ঠিকানা: Village: Bashdhar

প্রকাশিত: 13-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৮৪

  বিনা প্রয়োজনে কুকুর পোষা শরীয়াতে নিষিদ্ধ। (আলমগীরী ৫/৩৬১ পৃষ্ঠা দ্রষ্টব্য) 

নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম
 বলেন, ‘যে বাড়িতে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে তাতে ফেরেশতামন্ডলী প্রবেশ করেন না।’ (সহিহ বুখারী, হাদিস নং ৩৩২২) 
 নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ক্ষেত বা বকরীর পাল পাহারার কুকুর অথবা শিকারী কুকুর ব্যতীত অন্য কুকুর রাখবে, প্রতিদিন তার সাওয়াব থেকে এক কীরাত করে কমতে থাকবে। (সহিহ মুসলিম, হাদিস নং ৩৯২১)

 

 

                 স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)


উত্তর দেখা হয়েছে : 160