মেহরাবের মধ্যে ইমাম সাহেবের দাঁড়ানোর নিয়ম

প্রশ্ন

 

   যদি কোন ইমাম সাহেব মেম্বারের ভিতরে ঢুকে নামাজ পড়ে তাহলে তার হুকুম

প্রশ্নকারীর নাম: আবু তাহের মোল্লা

প্রশ্নকারীর ঠিকানা: পূর্ব রাধানগর

প্রকাশিত: 14-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৭৯

  মেহরাবের মধ্যে ইমাম সাহেবের দাঁড়ানোর নিয়ম হল এমনভাবে, যেন সেজদার সময় তার উভয়  পা মেহরাবের বাইরে থাকে। সম্পূর্ণ ভিতরে দাড়ানো মাকরূহ তানযীহী। (আহসানুল ফাতাওয়া ৩/৩১০)

 

 

            স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫  যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (24/05/2024)


উত্তর দেখা হয়েছে : 209