ইমাম সাহেবকে যাকাত দেওয়া

প্রশ্ন

   পশ্চিমবঙ্গ এলাকায় ইমামদের অতি অল্প মাহিনা তাই আপনার কাছে একটি প্রশ্ন প্রশ্নটি হল যে ইমামদেরকে যাকাতের পয়সা কি দেওয়া যাবে ইমাম সাহেব গণ এই টাকা গ্রহণ করতে পারে কি ?

প্রশ্নকারীর নাম: Sk Mansur

প্রশ্নকারীর ঠিকানা: হুগলী

প্রকাশিত: 15-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৮৫

  যদি পারিশ্রমিক হিসেবে না দেওয়া হয় আর ইমাম সাহেব সাহেবে নিসাব না হন, সার্বিক ভাবে যাকাতের পাত্র হন, তাহলে তাকে যাকাত দেওয়া যাবে এবং  এই টাকা গ্রহণ করা তার পক্ষে জাইয হবে। আর পারিশ্রমিক হিসেবে জাইয হবেনা। (খইরুল ফাতাওয়া ৩/৪১৬)

 

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)


উত্তর দেখা হয়েছে : 152