জীবিত দুম্বার শরীর থেকে গোশত কেটে খাওয়া

প্রশ্ন

   হযরত, শোনা যায় দুম্বার যে গোস্ত বাড়ে সেটা কি জবাই ছাড়া কেটে খাওয়া যায় জানালে উপকার হত

প্রশ্নকারীর নাম: কামাল সেখ

প্রশ্নকারীর ঠিকানা: কালুপুর ডোমকল মুর্শিদাবাদ

প্রকাশিত: 15-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৮৬

  প্রশ্নে বর্ণিত নিয়মে  গোশত খাওয়া বৈধ হবে না। কোনো পশু শরঈ তরীকায় জবাই না করা পর্যন্ত হালাল হয় না। আবূ ওয়াকিদ আল-লাইসী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাদীনায় আসলেন। এখানকার জনগণ জীবিত উটের কুঁজ ও মেষের লেজের গোড়ার গোশত পিন্ডের অংশ কেটে খেত। তিনি বলেন, জীবিত পশুর শরীরের কোন অংশ কেটে আলাদা করা হলে তা মৃত হিসেবেই গণ্য। (জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৪৮০)

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)


উত্তর দেখা হয়েছে : 131