প্রশ্ন
হুজুর আমার উপর কুরবানি ওয়াজিব নয় যদি আমি কুরবানি করতে চাই তাহলে কি আমাকে একটি জানোয়ার দিতে হবে না কি ভাগে দিতে পারবো
প্রশ্নকারীর নাম: সালমান লস্কর
প্রশ্নকারীর ঠিকানা: দঃ 24 পরগণা
প্রকাশিত: 17-05-2024
উত্তর
ফতওয়া নং ৩৮০কুরবানী ওয়াজিব হোক বা, না হোক, কুরবানীর নিয়ম হল, ছাগল, ভেড়া কিংবা দুম্বা দ্বারা কুরবানী করলে একটি জানোয়ার এক জনের পক্ষ থেকে দিতে হবে। আর গরু, মহিষ কিংবা উট দ্বারা কুরবানী করলে একটি পশুতে সর্বোচ্চ সাতজন শরীক হয়ে কুরবানী করা যাবে। কারোর অংশ সপ্তাংশের কম না হওয়া আবশ্যক। ( আলমগীরী ৫/৩০৪)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)
উত্তর দেখা হয়েছে : 221