ফসলের যাকাত ও অর্থের যাকাত কখন ও কিভাবে

প্রশ্ন

  আকাশের পানিতে চাষ করলে কি তার উপর যাকাত ফরজ,যদি সে নেসাব পরিমাণ সম্পদের মালিক নাও হয়! নগদ অর্থ বা গহনার যাকাত এবং ফসলের যাকাত কি আলাদা? একটু বিস্তারিত জানাবেন

প্রশ্নকারীর নাম: আব্দুল্লাহ

প্রশ্নকারীর ঠিকানা: মক্তবে আছিয়া তিলপী

প্রকাশিত: 19-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৮১

   জমি উশরী হলে তবেই ফসলের যাকাত আবশ্যক হয়। আর সোনা, রূপো ও টাকার যাকাত নিসাব পরিমাণ  সম্পদের মালিক না হলে আবশ্যক নয়। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তবেই বছরান্তে যাকাত আবশ্যক হয়। অর্থাৎ 

* যদি কারও নিকট শুধু সোনা থাকে- রুপা, টাকা-পয়সা ও ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে সাড়ে সাত তোলা (৮৭ গ্রাম ৪৮০ মিলিগ্রাম) বা তার বেশী (সোনা) থাকলে বৎসরান্তে তার উপর যাকাত ফরয হয়।

* যদি কারও নিকট শুধু রুপা থাকে- সোনা, টাকা-পয়সা ও ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে সাড়ে বায়ান্ন তোলা অর্থাৎ ৬১২ গ্রাম ৩৬০ মিলিগ্রাম(রুপা) থাকলে বৎসরান্তে তার উপর যাকাত ফরয হয়।

* যদি কারও নিকট কিছু সোনা থাকে এবং তার সাথে কিছু রুপা বা কিছু টাকা-পয়সা বা কিছু ব্যবসায়িক পণ্য থাকে তাহলে এ ক্ষেত্রে সোনার সাড়ে সাত তোলা বা রুপার সাড়ে বায়ান্ন তোলা দেখা হবে না বরং সোনা, রুপা এবং টাকা-পয়সা ও ব্যবসায়িক পণ্য যা কিছু আছে সবটা মিলে যদি সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপার যে কোন একটার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে (বৎসরান্তে) তার উপর যাকাত ফরয হবে।

  • যদি কারও নিকট শুধু টাকা-পয়সা থাকে-সোনা, রুপা ও ব্যবসায়িক পণ্য কিছু না থাকে, তাহলে সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপার যে কোন একটার মূল্যের সমপরিমাণ (টাকা-পয়সা) থাকলে বৎসরান্তে তার উপর যাকাত ফরয হবে।
    * কারও নিকট সোনা, রুপা ও টাকা-পয়সা কিছুই নেই শুধু ব্যবসায়িক পণ্য রয়েছে, তাহলে উপরোক্ত পরিমাণ সোনা বা রুপার যে কোন একটার মূল্যের সমপরিমাণ থাকলে বৎসরান্তে তার উপর যাকাত ফরয হবে।

 

* কারও নিকট সোনা, রুপা নেই শুধু টাকা-পয়সা ও ব্যবসায়িক পণ্য রয়েছে, তাহলে টাকা-পয়সা ও ব্যবসায়িক পণ্যের মূল্য মিলিয়ে যদি উক্ত পরিমাণ সোনা বা রুপার যে কোন একটার মূল্যের সমপরিমাণ হয় তাহলে বৎসরান্তে তার উপর যাকাত ফরয হবে। (আহকামে যিন্দেগী ২৬০-২৬১,  ফাতাওয়া ক্বাসিমিয়্যা ১০/৩৮৪ )

 

 

 

             স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)


উত্তর দেখা হয়েছে : 107