জীবিত সুস্থ-সবল ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করা

প্রশ্ন

 বাবা জীবিত আছেন, সুস্থ ও সবল আছেন। বাবার বদলে হজ্ব করা যাবে ?

প্রশ্নকারীর নাম: Md Munim Khan

প্রশ্নকারীর ঠিকানা: Garchakra Beria, Nandigram, Purba Medinipur

প্রকাশিত: 20-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৯০

  না। কারণ, বদলি হজ একমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে অথবা এমন অসুস্থ ব্যক্তি, যার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই-এমন লোকের পক্ষ থেকেই সঠিক ও সহীহ হয়। (আলমগীরী ১/২৫৭)

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)


উত্তর দেখা হয়েছে : 94