গর্ভবতী পশু কুরবানী করা

প্রশ্ন

  আমার প্রশ্ন হল আমি একটা কুরবাণী পশু কিনেছি গরু ওই গরুর পেটে বাচ্চা আছে জান্তে পারিনি এখন ওই গরু কুরবানি দিতে পারবো কী একটু বলে দিন বা এখন করনীয় কী ?

 

 

প্রশ্নকারীর নাম: সানোয়ার হোসেন লস্কর

প্রশ্নকারীর ঠিকানা: সানোয়ার হোসেন লস্কর গ্রা :জামাল পুর পো:জগদীশ পুর :

প্রকাশিত: 21-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৮২

  হ্যাঁ, কুরবানী শুদ্ধ হয়ে যাবে; তবে বাচ্চা হওয়ার সময় নিকটবর্তী, এমন পশু জবাই করা মাকরূহ। (ফাতাওয়া হাক্কানিয়্যা ৬/৪৭৯)

 

 

                স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)


উত্তর দেখা হয়েছে : 192