বেগানা নারীর কন্ঠস্বর শোনা

প্রশ্ন

    মহিলা কারী ইউটিউবে অনেক তিলাওয়াত আছে, এইসব বালেগ মহিলা কারীর তিলাওয়াত তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুনা কি জায়েজ? অথবা মুখ না দেখে শুধু তিলাওয়াত শুনা কি জায়েজ ?

প্রশ্নকারীর নাম: Md Ahmadullah

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি

প্রকাশিত: 21-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৮৩

    পুরুষের জন্য বেগানা নারীর কন্ঠে তেলাওয়াত ইত্যাদি শোনা  তার মুখের দিকে তাকিয়ে না হলেও  জাইয নেই। মুখের দিকে তাকানো সতন্ত্র গুনাহ। (ফাতাওয়া কাসিমিয়্যা ৩/৫৫৪, আহসানুল ফাতাওয়া ৮/১৮৯)

 

 

                 স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)


উত্তর দেখা হয়েছে : 213