জানাযার নামায সুন্নাতের আগে পড়া উচিত, না পরে

প্রশ্ন

  ফরজ নামাজ পড়ে জানাজা পড়ে সুন্নাত পড়বে, নাকি সুন্নাত পড়ে জানাজা পরতে হবে ? 

প্রশ্নকারীর নাম: Sahabuddin molla

প্রশ্নকারীর ঠিকানা: Garia

প্রকাশিত: 24-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৯৩

  বর্তমান সময়  মানুষের মধ্যে ধর্মীয় শিথিলতা তৈরি হওয়ায় সুন্নত না পড়ে মসজিদের বাইরে আসলে অনেকের সুন্নত ছেড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই সুন্নত নামায বাদ রেখে নয় বরং সুন্নাত নামায পড়ার পর জানাযার নামায পড়া উত্তম হবে। (আহসানুল ফাতাওয়া ৪/২৮০ পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

                স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৯ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (07/06/2024)


উত্তর দেখা হয়েছে : 325