নিসাব পরিমাণ সোনা আছে; কিন্তু কাছে টাকা নেই, যাকাত, কুরবানীর উপায়

প্রশ্ন

      আমার একটা প্রশ্ন হলো যে আমার স্ত্রীর কাছে এক লাখ টাকার সোনা আছে কিন্তু টাকা নেই তাহলে কিভাবে সে যাকাত দেবে আর কুরবানিই বা কিভাবে দেবে একটু জানাবেন দয়া করে এই প্রশ্নটি কিন্তু অনেকের। 

প্রশ্নকারীর নাম: Mursalin

প্রশ্নকারীর ঠিকানা: Kandi gokarno

প্রকাশিত: 25-05-2024

উত্তর

ফতওয়া নং ৩৯৪

  আপনার স্ত্রী সাহেবে নিসাব হওয়ার কারণে তার উপর কুরবানী ও যাকাত ওয়াজিব। কাছে যাকাত দেওয়ার মতো টাকা না থাকলে ঋণ নিয়ে বা সোনার চল্লিশ ভাগের একভাগ দ্বারাও যাকাত আদায় করতে পারে। অনুরূপ ভাবে ঋণ নিয়ে বা সোনার কিছু অংশ বিক্রি করেও   কুরবানী করতে পারে।  আর আপনি যদি আপনার স্ত্রীর অনুমতিতে তার পক্ষ থেকে আদায় করে দেন, সেটাও জাইয ও যথেষ্ট হবে। (ফাতাওয়া মুফতী মাহমুদ ৩/২৪৭ পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

 

                   স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৮ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (07/06/2024)


উত্তর দেখা হয়েছে : 124