প্রশ্ন
হযরত, একটা মহিলা বাচ্চা প্রসব করার কতদিন পর থেকে পবিত্র হতে পারবে, নামাজ আদায় করতে পারবে ?
প্রশ্নকারীর নাম: অনিচ্ছুক
প্রশ্নকারীর ঠিকানা: অনিচ্ছুক
প্রকাশিত: 26-05-2024
উত্তর
ফতওয়া নং ৩৯৫ সন্তান প্রসব হওয়ার পর স্ত্রীলোকের যোনি থেকে যে রক্তস্রাব হয়, তাকে নেফাস বলে।
নেফাসের সময়সীমা সর্বোচ্চ ৪০ দিন। নেফাসের সর্বনিম্ন সময়ের কোন সীমা নেই। দুই চার ঘন্টা বা দুই চার দিন বা পাঁচ দশ দিন ইত্যাদি যে কোন পরিমাণ সময়ের মধ্যে রক্ত বন্ধ হয়ে যেতে পারে। এমনকি সন্তান প্রসবের পর রক্ত একেবারেই নাও আসতে পারে।
প্রসবের পর যদি একেবারেই রক্ত না দেখা যায় অথবা কিছু দিন নির্গত হয়ে বন্ধ হয়ে যায়, তাহলে তখন থেকেই গোসল করে নিয়মিত নামায পড়তে থাকবে। অন্যথায় গুনাহগার হবে। (ফাতাওয়া রহীমিাহ্ ৪/৪৫)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৯ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (07/06/2024)
উত্তর দেখা হয়েছে : 253