প্রশ্ন
আমি একজন মুসলিম দোকানদার আমার কাছে হিন্দুদের উৎসবের জন্য চাঁদা নিতে আসে পাশাপাশি সকল দোকানদার দিচ্ছে। আমি না দিলে একটু কেমন মত এখন আমার করনীয় কি ?
প্রশ্নকারীর নাম: সুলাইমান হালদার
প্রশ্নকারীর ঠিকানা: উস্থি দক্ষিণ ২৪ পরগনা
প্রকাশিত: 27-05-2024
উত্তর
ফতওয়া নং ৩৯৯অগত্যা দিতে হলে, যে ব্যক্তি চাঁদা নিতে এসেছে আপনি তাকে আপনার পয়সার মালিক বানানোর নিয়্যতে দিতে পারেন। তারপর সে কোথায় খরচ করবে সেটা তার ব্যাপার। (মাসাইলে শির্ক ও বিদ‘আত ১২৫)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৯ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (07/06/2024)
উত্তর দেখা হয়েছে : 236