ছয়-সাত মাস বয়সী ভেড়ার কুরবানী

প্রশ্ন

   মুফতি সাহাব, আমার একজন বন্ধুপ্রিয় সহপাঠী জানতে চাই সে গত ৭-৮ মাস ধরে একটা ভেড়া পালন করছে, সে উক্ত ভেড়াটিকে কুরবানী দেবে বলে নিয়াত করেছে এখন প্রশ্ন হচ্ছে ভেড়াটির এখনো দাঁত ওঠেনি কিণ্তু ১২ মাস মতো বয়স, দেখতে স্বাস্থবান ও পুষ্টশীল। উক্ত ভেড়াটিকে কুরবানী দেওয়া যাবে কিনা ?

প্রশ্নকারীর নাম: আশরাফুল হক

প্রশ্নকারীর ঠিকানা: মুর্শিদাবাদ

প্রকাশিত: 28-05-2024

উত্তর

ফতওয়া নং ৪০০

  ভেড়াটির বয়স যদি অন্ততঃ ছয় মাস হয় আর এরূপ মোটা তাজা হয় যে, এক বৎসর বয়সীদের মধ্যে ছেড়ে দিলে, তাদের চেয়ে ছোট মনে হয় না, তাহলে তার দ্বারা কুরবানী দুরস্ত আছে। (বেহেশতী যেওর )

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৯ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (07/06/2024)


উত্তর দেখা হয়েছে : 110