পেসাব করা জায়গায় উজু করা

প্রশ্ন

   যেই বাথরুমে প্রসাব করা হয় সেই বাথরুমটি অজুর আগে পরিষ্কার করে অজু করলে অজু হবে কি? কিণ্তু পরবর্তীকালে সেটি আবার প্রসাব এর জন্য ব্যবহার হবে।

প্রশ্নকারীর নাম: আশরাফুল হক

প্রশ্নকারীর ঠিকানা: মুর্শিদাবাদ

প্রকাশিত: 28-05-2024

উত্তর

ফতওয়া নং ৪০১

   উযু হয়ে যাবে। তবে গোসল খানায় প্রস্রাব করা উচিৎ নয়। এতে সন্দেহের রোগ সৃষ্টি হয়।
 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন ব্যক্তিকে নিজের গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেনঃ (মানুষের মনে) বেশিরভাগ ওয়াসওয়াসা তা হতেই সৃষ্টি হয়। 
(জামে' আত-তিরমিজি, হাদিস নং ২১)

 

 

                     স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৯ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (07/06/2024)


উত্তর দেখা হয়েছে : 243