প্রশ্ন
একজন হাফেজ তারাবীহ বা কোরআন ইয়াদ রাখার জন্য সারাদিনে কত পারা তেলাওয়াত করতে হবে
প্রশ্নকারীর নাম: মোঃ শোয়েব আহমদ
প্রশ্নকারীর ঠিকানা: খোলাপোতা
প্রকাশিত: 28-05-2024
উত্তর
ফতওয়া নং ৩৯২তেলাওয়াতের আদব সমূহ বজায় রেখে আপনার সুযোগ-সুবিধা অনুযায়ী এক পারা, তিন পারা, এক মানযিল বা আরো যত বেশী তেলাওয়াত করতে পারেন ততটাই আপনার জন্য মঙ্গল। শরীয়াতে এর জন্য কোনো পরিমাণ নির্দিষ্ট নেই।
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৪ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (01/06/2024)
উত্তর দেখা হয়েছে : 281