প্রশ্ন
হুজুর আমার প্রশ্ন হল কোনো মালদার ব্যক্তি একটা গরু পুষছে কুরবানী করবে বলে, কিন্তু গরুটি না খাওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছে এখন ওই মালদার ব্যক্তি কি ওই গরুটি কি বাদ দিয়ে অন্য কোন গরু কিনে কুরবানী করতে পারবে ?
প্রশ্নকারীর নাম: মাহমুদ মোল্লা
প্রশ্নকারীর ঠিকানা: উস্তি। দ: 24 প....
প্রকাশিত: 28-05-2024
উত্তর
ফতওয়া নং ৪০২প্রশ্নের বিবরণ অনুযায়ী প্রশ্নোক্ত গরুটি পরিবর্তন করা জাইয হবে। (জামিউল ফাতাওয়া ৮/১৫৩)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৯ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (07/06/2024)
উত্তর দেখা হয়েছে : 233