যে মানুষ নামাজ আদায় করে না তার কুরবানী

প্রশ্ন

   সম্মানিত হযরত আমার প্রশ্ন,,যে মানুষ টা নামাজ আদায় করে না তার কুরবানী শুদ্ধ হবে কি ?

প্রশ্নকারীর নাম: শেখ হাবিবুর রহমান

প্রশ্নকারীর ঠিকানা: বজ বজ পূজালী ( দক্ষিন 24)পরগনা,,, ফোন 9804580209

প্রকাশিত: 01-06-2024

উত্তর

ফতওয়া নং ৪০৪

      নামায ত্যাগ করা কঠিন গুনাহের কাজ। সম্পদশালী হওয়া সত্ত্বেও কুরবানী না করা আর একটি বড় গুনাহ। তাই নামায না পড়তে পারলেও কুরবানী করতে হবে। অন্যথায় দুই রকম গুনাহ্ হবে। হালাল অর্থের বিনিময়ে বিশুদ্ধ নিয়্যতে কুরবানী করলে, কুরবানী শুদ্ধ হবে। নামায না পড়ার কারণে কুরবানী বৃথা যাবে, এমন নয়। তবে নামায  ত্যাগ করার ঘাটতি কুরবানী  দ্বারা পুরন হবে না। নামায পড়তেই হবে। (কিতাবুন নাওয়াযিল ১৪/৫১১পৃষ্ঠা দ্রষ্টব্য)

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২৯ যুল ক'দাহ, ১৪৪৫ হিজরী (07/06/2024)


উত্তর দেখা হয়েছে : 293