যার নিয়্যত বিশুদ্ধ নয় বা যে ব্যক্তি নামায পড়েনা তার সাথে শরীক হয়ে কুরবানী করা

প্রশ্ন

মাননীয় মুফতী সাহেব আমি জানতে চাই বেনামাজীর সাথে এবং গোশত খাওয়ার নিয়তকারীর সাথে মানুষ কে দেখানোর উদ্দশ্যে কারীর সাথে লজ্জা থেকে বাঁচার উদ্দেশ্য কারীর সাথে এই সমস্ত ব্যক্তির সাথে কুরবানীর পশুতে শরীক হওয়া এবং কুরবানী দেওয়া যাবে কি না ? উত্তর দিয়ে বাধিত করবেন

প্রশ্নকারীর নাম: Md Sahidullah

প্রশ্নকারীর ঠিকানা: Birbhum

প্রকাশিত: 01-06-2024

উত্তর

ফতওয়া নং ৪১০

 গোশতের উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা অন্য কোন অসৎ উদ্দেশ্যে কুরবানীকারি ব্যক্তির সাথে পশুতে শরীক থাকা যাবে না। বিশুদ্ধ নিয়্যত ছাড়া কুরবানী শুদ্ধ হবে না। একজনের কুরবানী শুদ্ধ না হলে তার অবশিষ্ট পার্টনারদের কুরবানীও শুদ্ধ হবে না। 
বে নামাযীর সঙ্গে শরীকের কুরবানী শুদ্ধ হবে। নামায না পড়ার   গুনাহ যে ব্যক্তি নামায পড়েনা তার আলাদা হবে। (কিতাবুন নাওয়াযিল ১৪/৫১১)

 

 

            স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ০৬ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (14/06/2024)

 


উত্তর দেখা হয়েছে : 210