প্রশ্ন
সম্মানিত মুফতি সাহেব, আমরা জানি এক সপ্তাংশ অর্থাৎ ১/৭ অংশের কম বা আদ ভাগ কুরবানী হয়না। এখন আমার প্রশ্ন হলো দুজন ব্যক্তি ৩ ভাগ অর্থাৎ দেড় ভাগ করে অথবা দুজন ব্যক্তি ৫ ভাগ অর্থাৎ আড়াই ভাগ করে অথবা দুজন ব্যক্তি একটি গোটা অর্থাৎ সাড়ে তিন ভাগ করে কুরবানী দিতে পারবে কি না? যদি জায়েজ হয়ে থাকে তাহলে ভগ্নাংশ অংশ টি দুজনের পক্ষ থেকেই হবে? নাকি ভগ্নাংশ অংশ টি ছেড়ে রাখবে? নাকি কারো একজন ব্যক্তির পক্ষ হতে করে মাংস ভাগ করে নিবে। দলিল ভিত্তিক বিস্তারিত উত্তরের আশা করি।
প্রশ্নকারীর নাম: ক্বারী মিনার উদ্দিন বীরভূমী
প্রশ্নকারীর ঠিকানা: ছোট আলুন্দা, সিউড়ী, বীরভূম।
প্রকাশিত: 02-06-2024
উত্তর
ফতওয়া নং ৪০৫মূল কথা হলো, কোনো অংশিদারের অংশ যেন সপ্তাংশের কম না হয়। সপ্তাংশের বেশি হওয়া কোনো অবস্থাতেই আপত্তিকর নয়, অতিরিক্ত অংশটি পূর্ণাংশ হোক বা ভগ্নাংশ। এবং সপ্তাংশ বা সপ্তাংশের বেশি যার যে পরিমাণ অংশ উক্ত পশুতে থাকবে, তাকে সেই পরিমাণ গোশত দিতে হবে। (ফাতাওয়া ক্বসিমিয়্যাহ্ ২২/৩২৪ পৃষ্ঠা দ্রষ্টব্য )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৬ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (14/06/2024)
উত্তর দেখা হয়েছে : 224