মৃত ব্যক্তির পক্ষ থেকে কৃত কুরবানীর গোশতের বিধান

প্রশ্ন

   জনাব, আপনার কাছে একটি প্রশ্ন প্রশ্ন টি হল মৃত ব্যক্তির নামে কুরবানী দিলে কুরবানীর গোস্ত অর্থাৎ মাংস টা কি করবে? পুরোটাই বিলিয়ে দিতে হবে না বাড়ির লোক কিছু নিতে পারবে ?

প্রশ্নকারীর নাম: Sk Mansur

প্রশ্নকারীর ঠিকানা: পান্ডুয়া , হুগলী

প্রকাশিত: 03-06-2024

উত্তর

ফতওয়া নং ৪০৬

  শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির অসিয়ত ছাড়া ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে নফল কোরবানী করে, তাহলে তার গোশত ধনী-গরীব নির্বিশেষে নিজেরাও খেতে পারবে, অন্যদেরকেও খাওয়াতে পারবে। (ফাতাওয়া মাহমুদিয়া ১৭/৪৩৭)

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ০৬ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (14/06/2024)


উত্তর দেখা হয়েছে : 218