পশু জবাই করার আগে বা চামড়া ছাড়ানোর আগে চামড়া বিক্রি করা।

প্রশ্ন

   সম্মানিত মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো কুরবানির পশু জীবিত থাকা অবস্থায় অর্থাৎ ঈদুল আজহার দু-চার দিন আগেই কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে কি? নাকি জায়েজ নেই ? দলিল ভিত্তিক বিস্তারিত জানালে উপকৃত হবো

প্রশ্নকারীর নাম: ক্বারী মিনার উদ্দিন বীরভূমী

প্রশ্নকারীর ঠিকানা: বীরভূম

প্রকাশিত: 05-06-2024

উত্তর

ফতওয়া নং ৪০৮

   জীবিত পশুর চামড়া বিক্রি করা হারাম। পশু জবাই করে চামড়া পৃথক না করা পর্যন্ত উক্ত চামড়া বিক্রি করা বৈধ হবে না। (ফাতাওয়া মাহমুদিয়া ১৬/১১৩, ফাতাওয়া দারুল ১৪/৩৭০,৩৭১, ফাতাওয়া আলমগীরী ৩/১২৯)

 

 

                    স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ০৬ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (14/06/2024)


উত্তর দেখা হয়েছে : 148