পুরুষের পক্ষে আংটি ব্যাবহার করা

প্রশ্ন

  হুজুর, আপনার কাছে একটি প্রশ্ন। প্রশ্নটি হল, ছেলেরা  রূপার আংটি কি পরতে পারবে সোনার তো পরা হারাম, রুপোর কি পড়তে পারবে বা কোন ক্ষেত্রে পড়তে পারবে ?

প্রশ্নকারীর নাম: Sk mansur

প্রশ্নকারীর ঠিকানা: বৈঁচি গ্রাম ,পান্ডুয়া ,হুগলী

প্রকাশিত: 07-06-2024

উত্তর

ফতওয়া নং ৪১৬

   পুরুষের পক্ষে অযথা আংটি পরা উত্তম না হলেও কেবল  রূপার আংটি ব্যাবহার করার অনুমতি আছে। তবে তা এই শর্তে যে, রূপার পরিমাণ এক মিসকালের চেয়ে কম অর্থাৎ সাড়ে চার মাশার চেয়ে কম হতে হবে। গ্রামের হিসাবে এক মিসকালের পরিমাণ হল ৪.৩৭৪ গ্রাম। এছাড়া অন্য কোনো  আংটি ব্যাবহার করা পুরুষের পক্ষে বৈধ নয়। (আল মাসাইলুল মুহিম্মাহ্ ১/১৪১, ফাতাওয়া মাহমুদিয়া ১৯/৩৪৪, ফাতাওয়া কাযীখান ৩/৪১৩)

 

 

                    স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২১ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (28/06/2024)


উত্তর দেখা হয়েছে : 157