বে নামাযীর সঙ্গে কুরবানী করা

প্রশ্ন

   হুজুর আমার প্রশ্ন হলো এই যে বে নামাযীদের সঙ্গে কুরবানীর ভাগ দেওয়া যাবে কি? দিলে নামাজীর কুরবানী হবে কি ? فقط والسلام

প্রশ্নকারীর নাম: غازي رمضان على

প্রশ্নকারীর ঠিকানা: পূর্ব বর্ধমান রাজীপুর মসজিদ

প্রকাশিত: 07-06-2024

উত্তর

ফতওয়া নং ৪১১

  বে নামাযীর সঙ্গেও কুরবানী শুদ্ধ হবে। নামায না পড়ার গুনাহ ও শাস্তি সতন্ত্র বিষয়। (কিতাবুন নাওয়াযিল ১৪/৫১১)

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ০৯ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (16/06/2024)


উত্তর দেখা হয়েছে : 275