বাইক থাকলে কুরবানী করতে হবে কিনা

প্রশ্ন

  আমি কাজ কর্ম করে জাইগা কিনে দোকান করেছি আবার ঘড় বাড়ি করেছি আমার বাইক ও আছে ইত্যাদি আমার উপর কুরবাণী ওয়াজিব হবে ?

প্রশ্নকারীর নাম: মিনারুল সেখ

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম নাওরা , পোষ্ট বোদরা , থানা ভাঙ্গড় , জেলা দঃ ২৪ পরগণা , পিন ৭৪৩৫০২

প্রকাশিত: 07-06-2024

উত্তর

ফতওয়া নং ৪১২

  আপনি যদি কোরবানীর দিনগুলোতে নিত্যপ্রয়োজনীয় বস্তু ও ঋণ ব্যতীত কমপক্ষে সাড়ে ৫২ তোলা রুপা বা তার সমমূল্যের নগদ টাকা বা মালের মালিক হন, তবেই আপনার ওপর কোরবানী করা ওয়াজিব। অন্যথায় নয়।(শামী ৬/৩১২)

 

 

             স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ০৯ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (16/06/2024)


উত্তর দেখা হয়েছে : 397