বদলি হজ্জ কেমন ব্যক্তি দ্বারা করানো উচিত

প্রশ্ন

   বদলি হজ কারা করতে পারবে? অর্থাৎ আমি হজ করতে সক্ষম নই আমি বদলি হজ করাতে চাই। আমি কেমন শ্রেণীর  মানুষ দিয়ে বদলি হজ করাবো। যারা বদলি করবে তাদের কি আগে ফরজ হজ আদায় করা জরুরি ?

প্রশ্নকারীর নাম: ইনজামুল

প্রশ্নকারীর ঠিকানা: Guma, Ashoknagar

প্রকাশিত: 07-06-2024

উত্তর

ফতওয়া নং ৪১৭

   যে ব্যক্তি নিজের হজ্জ একবার হলেও করে নিয়ছে, তার দ্বারা বদলি হজ্জ করানো উচিত। অন্যথায় মাকরূহে তানযীহী হবে। আর যার নিজের উপর হজ্জ ফরয হয়ে আছে তার বদলি হজ্জ করা মাকরূহে তাহরীমী। (ইমদাদুল আহকাম ২/১৯৭)

 

 

                 স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২১ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (28/06/2024)


উত্তর দেখা হয়েছে : 118