প্রশ্ন
স্বামী স্ত্রীর নামে কুরবানী করতে পারে ?
প্রশ্নকারীর নাম: Md Sahabuddin Sardar
প্রশ্নকারীর ঠিকানা: Bajitpur basirhat
প্রকাশিত: 07-06-2024
উত্তর
ফতওয়া নং ৪১৩স্বামী স্ত্রীর পক্ষ থেকে কুরবানী করতে পারে। এক্ষেত্রে ওয়াজিব কুরবানী স্ত্রীর পক্ষ থেকে আদায় করতে স্ত্রীর অনুমতি আবশ্যক। অন্যথায় স্ত্রীর ওয়াজিব কুরবানী আদায় হবে না। অনুরূপভাবে স্বামী যদি সাহেবে নিসাব হয়, তাহলে স্বামীর নিজের পক্ষ থেকেও সতন্ত্র কুরবানী করা আবশ্যক। স্ত্রীর পক্ষ থেকে কুরবানী করা দ্বারা স্বামীর কুরবানী আদায় হবে না। (ফাতাওয়া ক্বসিমিয়্যা ২২/২৭২)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
০৯ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (16/06/2024)
উত্তর দেখা হয়েছে : 227