হারাম ও না জাইয এর মাঝে তফাৎ

প্রশ্ন

   শায়েখ হারাম এবং নাযাইজের পার্থক্য কী ?

প্রশ্নকারীর নাম: Hafijun Naim

প্রশ্নকারীর ঠিকানা: Habra. Simulpur

প্রকাশিত: 08-06-2024

উত্তর

ফতওয়া নং ৪২৫

  অকাট্য প্রমাণ দ্বারা যার নিষিদ্ধতা প্রমাণিত তাকে হারাম বলা হয়। আর যার নিষিদ্ধতা প্রমাণিত ( তাই তার প্রমাণ অকাট্য হোক বা না হোক ) তাকে না জাইয বলা হয়। 
অন্য ভাবে বলতে, না জাইয শব্দটি হারাম ও মাকরূহ উভয় স্থলে প্রজোয্য, আর হারাম শব্দটির অতটা ব্যাপকতা নেই। ( কেফায়াতুল মুফতী ৯/৬৫  পৃষ্ঠা দ্রষ্টব্য ) 
তবে একটি অপরটির স্থলে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে।

 

 

           স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (05/07/2024)


উত্তর দেখা হয়েছে : 145