মসজিদে বা মসজিদের মাইকে কুড়িয়ে পাওয়া বস্তুর এ'লান করা

প্রশ্ন

  জনাব মুফতি সাহেব দা: বা:, কোনো জিনিস মসজিদে কিংবা মসজিদের সন্নিকটে কুড়িয়ে পাওয়া গেলে তা মালিকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ফরজ নামাজের পর মসজিদে এলান করা যাবে কি ? ২.মসজিদের মাইকে এলান করা যাবে কি ? দলিল ভিত্তিক বিস্তারিত জানালে উপকৃত হবো।

প্রশ্নকারীর নাম: ক্বারী মিনার উদ্দিন বীরভূমী

প্রশ্নকারীর ঠিকানা: ছোট আলুন্দা, ইটাগড়িয়া, বীরভূম।

প্রকাশিত: 09-06-2024

উত্তর

ফতওয়া নং ৪১৮

    নামায, মসজিদ সংক্রান্ত ও আযান ছাড়া অন্য বিষয়ক এলান মসজিদের ভিতরে না করে মসজিদের দরজার বাইরে করবে।আর যে মাইক আযান দেওয়ার জন্য নির্দিষ্ট, তাতে কুড়িয়ে পাওয়া বস্তুর এ'লান করা ঠিক নয়।  (ফাতাওয়া মাহমুদিয়া ১৫/৩৭,৪১)

 

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ২১ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (28/06/2024)


উত্তর দেখা হয়েছে : 159