প্রশ্ন
ইমাম সাহেব ৪রিকাত নামাজ পড়াতে গিয়ে তিন রিকাতে বসে পড়লে তার হুকুম কি ?
প্রশ্নকারীর নাম: সরিফুল ইসলাম জমাদার
প্রশ্নকারীর ঠিকানা: হরিপাল গবাটি হুগলী পিন ৭১২৪০৩
প্রকাশিত: 10-06-2024
উত্তর
ফতওয়া নং ৪১৯উক্ত বসার কারণে যদি তিন তাসবীহ ( অর্থাৎ তিনবার “সুবহানাল্লাহ” বলা ) পরিমাণ দেরি হয়ে থাকে, তাহলে ( চার রাকাত পূর্ণ করে তাশাহহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে ) সেজদায়ে সাহো করতে হবে। আর এই পরিমাণ দেরি না হয়ে থাকলে, সেজদায়ে সাহো করতে হবে না। যথারীতি চার রাকআত পরিপূর্ণ করবে।
( মাসাইলে নামায কা ইনসাইক্লোপেডিয়া ১/৩৯৫, মাসাইলে তারাবীহ ১২২পৃষ্ঠা দ্রষ্টব্য )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২১ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (28/06/2024)
উত্তর দেখা হয়েছে : 209