হালাল পশুর যে অংশগুলি খাওয়া হারাম

প্রশ্ন

   কোরবানির পশুর কোন কোন জিনিস খাওয়া হারাম ?

প্রশ্নকারীর নাম: মোহাম্মদ তহিদুল ইসলাম

প্রশ্নকারীর ঠিকানা: বীরভূম

প্রকাশিত: 10-06-2024

উত্তর

ফতওয়া নং ৪১৪

    হালাল প্রাণীর যে সাতটি বস্তু খাওয়া হারাম। যথা: প্রবাহিত রক্ত, মূত্রথলি, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, অণ্ডকোষ, মাংসগ্রন্থি ও পিত্ত। ( পকে মাসাইল····৫/৫১০ )

 

 

                      স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ০৯ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (16/06/2024)


উত্তর দেখা হয়েছে : 217