শুধু নিয়্যত দ্বারা মান্নত হয়না

প্রশ্ন

    সম্মানীয় মুফতী সাহেব,জনৈক ব্যাক্তি নিয়ত করেন যে আমার আব্বার শরীর সুস্থ হলে প্রত্যেক বছর ভাগে কুরবানী দিই এবছর একাকি কুরবানী দেবো,এই কুরবানীর গোস্ত কী বাড়ির সবাই সহ আত্মীয় গ্রামের সর্বস্তরের মানুষ খেতে পারবে কী...?

প্রশ্নকারীর নাম: জামিয়া নু'মানিয়ার মেম্বার

প্রশ্নকারীর ঠিকানা: নেতড়া

প্রকাশিত: 12-06-2024

উত্তর

ফতওয়া নং ৪১৫

 সবাই খেতে পারবে। (ফাতাওয়া দারুল উলুম ১২/৮৩ পৃষ্ঠা দ্রষ্টব্য।

 

 

                স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ০৯ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (16/06/2024)


উত্তর দেখা হয়েছে : 345