ঋণ নিয়ে কুরবানী করা

প্রশ্ন

 ঋণ করে কুরবানী দেওয়া যাবে কি না ?

প্রশ্নকারীর নাম: সেখ জয়নাল

প্রশ্নকারীর ঠিকানা: বীরভূম

প্রকাশিত: 16-06-2024

উত্তর

ফতওয়া নং ৪২১

  ঋণ করে কুরবানী দেওয়া যাবে; কিন্তু কুরবানী ওয়াজিব না হলে ঋণ করে কুরবানী করা ভালো নয়। (কেফায়াতুল মুফতী ৮/২০০)

 

 

                   স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ যিলহজ্জ, ১৪৪৫ হিজরী (05/07/2024)


উত্তর দেখা হয়েছে : 143