প্রশ্ন
ফাসিক ফুজ্জার বড়ো গুনাহ গার ব্যাক্তির জানাজা পড়া যাবে কি যদি পাড়া যায় তাহলে সমাজের সবাই পড়তে পারবে কি ?
প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়
প্রকাশিত: 30-06-2024
উত্তর
ফতওয়া নং ৪২৬ জানাযার নামায শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হল মৃত ব্যক্তি মুসলমান হওয়া। অতএব কাফের ও মুরতাদের জানাযার নামায পড়া শুদ্ধ নয়। মুসলমান যদি ফাসিক হয় তবু তার জানাযার নামায পড়া শুদ্ধ ও ফরযে কেফায়া । কিন্তু যারা মুসলমান ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করে বা ডাকাতি করে তারা যদি লড়াইয়ের সময় মারা যায়, তবে তাদের জানাযার নামায পড়া যাবে না। আর যদি লড়াইয়ের পরে বা স্বাভাবিক মৃত্যুতে মারা যায়, তবে তাদের জানাযার নামায পড়া হবে।
এমনিভাবে যে ব্যক্তি নিজের পিতা বা মাতাকে হত্যা করে এবং সে জন্য দণ্ডপ্রাপ্ত হয়ে মারা যায় তার জানাযার নামাযও পড়া যাবে না। এ ধরনের লোকের জানাযার নামায শাসনস্বরূপ পড়া হয় না। যে ব্যক্তি আত্মহত্যা করে, বিশুদ্ধ অভিমত মুতাবিক, তার জানাযার নামায পড়া জায়েয। তবে শরীয়াতের অনুসারী গণ্য-মান্য ব্যক্তি যদি প্রকাশ্য ফাসিকের জানাযায় শরীক না হয় তবে তা জাইয আছে। ( কেফায়াতুল মুফতী ৪/৩৬, বেহেশতী গওহর দ্রষ্টব্য )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম, ১৪৪৬ হিজরী (15/07/2024)
উত্তর দেখা হয়েছে : 290