সুদের টাকা দ্বারা ব্যাবসা করা

প্রশ্ন

   সুদের টাকা নিয়ে ব্যাবসা করা বা টাকার যে লাভংশ পাওয়া যায় ঐ টাকা জায়েজ হবে ?

প্রশ্নকারীর নাম: মিনারুল সেখ

প্রশ্নকারীর ঠিকানা: নাওরা বোদরা ভাঙ্গড় দঃ ২৪ পরগণা ৭৪৩৫০২ ফোন ৯৭৩২৫৮০৫৫২

প্রকাশিত: 30-06-2024

উত্তর

ফতওয়া নং ৪২৭

   সুদের টাকা দ্বারা ব্যাবসা করা শরীয়াতে অবৈধ। এর দ্বারা যা লাভ হবে সেটাও বৈধ নয়। ( ফাতাওয়া ক্বাসিমিয়্যাহ্ ১৮/৫০১পৃষ্ঠা দ্রষ্টব্য )

 

 

                              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম, ১৪৪৬ হিজরী (15/07/2024)


উত্তর দেখা হয়েছে : 290