ইমাম মেহরাবে কেমনভাবে দাঁড়াবে

প্রশ্ন

 হুজুর, মসজিদের মধ্যে ইমাম কি মিহরাবের ভিতরে দাঁড়াবে, না বাহিরে দাঁড়াবে, দলিল সহ বলবেন ।

প্রশ্নকারীর নাম: নাম প্রকাশ করতে অনিচ্ছুক

প্রশ্নকারীর ঠিকানা: Do

প্রকাশিত: 01-07-2024

উত্তর

ফতওয়া নং ৪২৯

ইমাম সাহেব মিহরাবের ভিতরে দাঁড়াবে; তবে সম্পূর্ণ ভিতরে ঢুকে দাঁড়ানো মাকরূহ। অতএব এমনভাবে দাঁড়াবে যেন সেজদার সময় উভয় পা মিহরাবের বাইরে থাকে ( শামী ১/৬৪৫)

 

 

                     স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৮ মুহাররম, ১৪৪৬ হিজরী (15/07/2024)


উত্তর দেখা হয়েছে : 313