স্ত্রীকে “তুমি স্বাধীন” বলার বিধান

প্রশ্ন

  স্বামী যদি বলে তুমি স্বাধীন তুমি যা ইচ্ছা করতে পারো তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো। আমাকে তুমি জিজ্ঞাসা করবে না। কিন্তু স্বামীর কোন নিয়ত নেই যে আমি তাকে তালাক দেবো বা ছেড়ে দেবো এরকম কোন নিয়েত না এমনি ঝগড়া হলো তারপর বলে যে তুমি স্বাধীন তুমি যা ইচ্ছা করতে পারো আমাকে তুমি কোন কিছু জিজ্ঞাসা করবে না এই কথা বলায় কি তালাক হয়ে যাবে ?

প্রশ্নকারীর নাম: Abdullah

প্রশ্নকারীর ঠিকানা: Rameshwarpur

প্রকাশিত: 08-07-2024

উত্তর

ফতওয়া নং ৪৩৩

   “ তুমি স্বাধীন” কথাটি স্বামী তালাকের নিয়্যতে না বললেও যেহেতু ঝগড়ার সময় রাগের বশে বলেছে, তাই বিবাহ নবায়ন করে নেওয়া অর্থাৎ দুজন স্বাক্ষীর সামনে ঈজাব-কবুল করে নেওয়াই সতর্কতা। ( কেফায়াতুল মুফতী ৬/৩৮৫ )

 

 

            স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ মুহাররম, ১৪৪৬ হিজরী (02/08/2024) 


উত্তর দেখা হয়েছে : 170