জানাযার নামাযে কেরাত করা অথবা দুআ-দরূদ জোরে পড়া

প্রশ্ন

   হযরত জানতে চাইছিলাম নামধারী আহলে হাদিসরা প্রথমে তদবির বলার পরে সূরা ফাতেহা দ্বিতীয়বারে দরুদ শরীফ দ্বিতীয় বারের দোয়া। সব কিছু জেহেরান পড়েছে এটা কতটা শুদ্ধ একটু জানাবেন

প্রশ্নকারীর নাম: এম এম লুৎফর রহমান মাজাহেরী

প্রশ্নকারীর ঠিকানা: কুসুমগ্রাম মন্তেশ্বর পূর্ব বর্ধমান

প্রকাশিত: 11-07-2024

উত্তর

ফতওয়া নং ৪৩৫

   জানাযার নামায জাহরান পড়লে বা সুরা ফাতিহা কেরাত হিসাবে পড়লে বা অন্য কোনো সুরা মিলালে নামায আদায় হয়ে গেলেও  খেলাফে সুন্নাত হবে। ইচ্ছাকৃতভাবে এমন করা মাকরূহ। ( কিতাবুন্নাওয়াযিল ৬/১৫৮ পৃষ্ঠা দ্রষ্টব্য )

 

 

           স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ মুহাররম, ১৪৪৬ হিজরী (02/08/2024)


উত্তর দেখা হয়েছে : 269