প্রশ্ন
হযরত জানতে চাইছিলাম নামধারী আহলে হাদিসরা প্রথমে তদবির বলার পরে সূরা ফাতেহা দ্বিতীয়বারে দরুদ শরীফ দ্বিতীয় বারের দোয়া। সব কিছু জেহেরান পড়েছে এটা কতটা শুদ্ধ একটু জানাবেন
প্রশ্নকারীর নাম: এম এম লুৎফর রহমান মাজাহেরী
প্রশ্নকারীর ঠিকানা: কুসুমগ্রাম মন্তেশ্বর পূর্ব বর্ধমান
প্রকাশিত: 11-07-2024
উত্তর
ফতওয়া নং ৪৩৫জানাযার নামায জাহরান পড়লে বা সুরা ফাতিহা কেরাত হিসাবে পড়লে বা অন্য কোনো সুরা মিলালে নামায আদায় হয়ে গেলেও খেলাফে সুন্নাত হবে। ইচ্ছাকৃতভাবে এমন করা মাকরূহ। ( কিতাবুন্নাওয়াযিল ৬/১৫৮ পৃষ্ঠা দ্রষ্টব্য )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ মুহাররম, ১৪৪৬ হিজরী (02/08/2024)
উত্তর দেখা হয়েছে : 269