প্রশ্ন
কুরবানীর চামড়া কি হিলা করে মক্তবে নেওয়া যাবে ? বিস্তারিত জানাবেন
প্রশ্নকারীর নাম: সিরাজুল ইসলাম
প্রশ্নকারীর ঠিকানা: আমডাঙ্গা
প্রকাশিত: 11-07-2024
উত্তর
ফতওয়া নং ৪৩৮না, বরং বিক্রয় করলে তার মূল্য গরীবদেরকে দান করে দিতে হবে। তবে যাকে দান করা হবে সে যদি স্বেচ্ছায় মক্তবে দান করে তখন উক্ত টাকা মক্তবে নেওয়া যাবে। ( ফাতাওয়া দারুল উলুম যাকারিয়া ১/৫৬৪ পৃষ্ঠা দ্রষ্টব্য )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ মুহাররম, ১৪৪৬ হিজরী (02/08/2024)
উত্তর দেখা হয়েছে : 118