প্রশ্ন
হযরত মসজিদে প্রবেশের পর কোন ব্যক্তি কে সালাম দেওয়া যাবে কি ?
প্রশ্নকারীর নাম: হাঃ আলমগীর সেখ
প্রশ্নকারীর ঠিকানা: চন্দ্রনাটি পোঃখাগড়ামুড়ি থানা বি্ষ্ণুপুর
প্রকাশিত: 12-07-2024
উত্তর
ফতওয়া নং ৪৩৬ মাসজিদে যদি লোক নামায, ওযিফা ইত্যাদিতে মগ্ন না থাকে, তাহলে সালাম করবে। আর যদি মগ্ন থাকে অথবা সেখানে কেউ না থাকে,তাহলে মসজিদে প্রবেশের সময় বলবে, اَلسَّلاَمُ عَلَيْنَا مِنْ رَّبِّنَا وَعَلَى
عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ
আর যদি কিছু ব্যক্তি মগ্ন থাকে ও কিছু ব্যক্তি ফারেগ থাকে তাহলে সালামের কারণে যদি নামায বা ওয়াযিফা ইত্যাদিতে মগ্ন ব্যক্তিদের অসুবিধা না হয়, তাহলে ফারেগ ব্যক্তিদেরকে সালাম করার অনুমতি আছে। (ফাতাওয়া রহীমিয়া ২/২১৩, ফাতাওয়া আলমগীরী ৫/৩২১)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ মুহাররম, ১৪৪৬ হিজরী (02/08/2024)
উত্তর দেখা হয়েছে : 135