ইসরাইলের পণ্য ক্রয় করা

প্রশ্ন

    মাননীয় মুফতি সাহেব আমার একটি প্রশ্ন এই যে ইসরাইলের পণ্য যেমন কোকাকোলা থামসাপ ইস্পাইট ইত্যাদি মুসলমানদের জন্য ব্যবহার করা ঠিক হবে কি একটু জানতে চাই মেহেরবানী করে

প্রশ্নকারীর নাম: Sahid

প্রশ্নকারীর ঠিকানা: Burdwan

প্রকাশিত: 16-07-2024

উত্তর

ফতওয়া নং ৪৩৯

  ইসরাইল ইসলাম বিরোধীশক্তি। তাদের পণ্য ক্রয় করার অর্থ ইসলাম বিরোধী শক্তিকে বলিষ্ঠ করা। আর এমন কোন কাজ করা জাইয নয় যার দ্বারা ইসলাম বিরোধী শক্তি বলিষ্ঠ হয়। অতএব ইসরায়েলের পণ্য ক্রয় করা জাইয নয়। 
আল্লাহ পাক ইরশাদ করেন, “তোমরা গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সাহায্য করবে না।” (সুরা মায়েদাহ্, আয়াত নং ২)

 

 

                     স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ মুহাররম, ১৪৪৬ হিজরী (02/08/2024)


উত্তর দেখা হয়েছে : 160