প্রশ্ন
দোকান ভাড়ায় নেওয়ার সময় দোকান মালিক কে সালামি দেওয়া যাবে কি ?
প্রশ্নকারীর নাম: আবদুল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: ভাঙ্গড়
প্রকাশিত: 25-07-2024
উত্তর
ফতওয়া নং ৪৩১সালামির টাকা যদি পরবর্তীতে ভাড়ায় গ্রহণকারীকে ফেরত দেওয়ার কথা না হয়, তাহলে দোকানের মালিককে সালামি দেওয়া যাবে। এবং এটাও ভাড়ারই অগ্রীম প্রদত্ত একটি অংশ হিসেবে গণ্য করা হবে। ( কেফায়াতুল মুফতী ৭/৩০৮ )
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৬ মুহাররম, ১৪৪৬ হিজরী (02/08/2024)
উত্তর দেখা হয়েছে : 207